পিংকি জাহানারা : খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা [ নববর্ষ–১৪৩০]।প্রতি বছরের ন্যায় এ বছরেও খুলনা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ আয়োজনের অংশ হিসাবে আজ সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মাহমুদ হাসানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। অদম্য বাংলা চত্বরে বর্ষ-আবাহন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়।এরপর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা। সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।
উল্লেখ্য,,, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে শুরু হয়েছিল শোভাযাত্রা। তখন এটি ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল। চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় থাকে বিশালকায় চারুকর্ম, পাপেট, হাতি ও ঘোড়াসহ বিচিত্র সাজসজ্জা। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শুরু থেকেই জনপ্রিয়তা পেয়ে যায়। এরপর চারুকলার এই আনন্দ শোভাযাত্রা নাম পায় মঙ্গল শোভাযাত্রা হিসেবে।
Post Views: 264