পিংকি জাহানারা : পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে আলোচনা সভা, জনসভা, সেমিনার ও মিছিলের মাধ্যমে দিবসটি পালন করে থাকে ।আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আজ বেলা ৪ টায় খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় ৫১ সদস্য বিশিষ্ট শ্রমিক দলের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সিদ্দিকুর রহমান, সৈয়দ আনোয়ার হোসেন, আবু বক্কার সিদ্দিক, সরোয়ার,সৈয়দ জাকির হোসেন, সরদার আরব আলী, কাজী শহীদুল ইসলাম, আবু দাউদ, দীন মোহাম্মদ, জিএম মাহাবুবুর রহমান, সালেহ আহমেদ, মোঃ আকবর আলী, মোঃ দেলোয়ার হোসেন, আবুল হাসান হাওলাদার প্রমুখ।উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিশেষ আগ্রহে ১৯৭৯ সালের ৩ সেপ্টেম্বর শ্রমিক দল গঠন করা হয়।
Post Views: 394