নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা কবলিত এলাকায় আবারও তাপদাহে বেকে গেছে রেললাইন, তীব্র গরমের কারণে ট্রেন লাইন বেঁকে ট্রেন লাইনচ্যুত হয়েছিল, ২৪ ঘণ্টা পর একই স্থানে সেই লাইন আবারও বেঁকে গেছে। বাঁকা লাইন সোজা করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কর্মীরা।
দেখা গেছে, বাঁকা লাইনে কচুরিপানা দিয়ে শীতল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পাশের নালা থেকে বালতি ও মগ দিয়ে পানি ঢালা হচ্ছে।স্থানীয়রা বলছে যথাযথ ব্যাবস্থা গ্রহণ না করলে আবারও ঘটতে পারে বড়ো রকমের ট্রেন দুর্ঘটনা। এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।