টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে গুরুতর জখম করার অপরাধে ওই মাদ্রাসার শিক্ষক বায়োজিদ হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ।
জানা যায়, বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া (পোস্ট অফিস সংলগ্ন) মাদ্রাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত জোবায়ের হোসেন রাহাত (৯) কে দেখতে আসে তার বাবা বাবুল হোসেন মিলন তার ছেলেকে কান্না করতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে অতিরিক্ত বেত্রাঘাতের কথা জানতে পারে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা পেয়ে ওই মাদ্রাসা শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৮ ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, ছাত্র-ছাত্রীদের উপর বেত্রাঘাত চালানো নিষেধ থাকা সত্ত্বেও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক ছোট শিশু ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করায় ওই ছাত্রের বাবা বিচার চেয়ে লিখিত অভিযোগ করায় ১৮৮ ধারা মোতাবেক ওই মাদ্রাসার বায়োজিদ নামের এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে কালিহাতী থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।