যুক্তরাষ্ট্র ২১ শতকের যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু, অংশীদার ও মিত্রদেশের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ

Uncategorized অর্থনীতি আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন রাজনীতি

কুটনৈতিক বিশ্লেষক : যুক্তরাষ্ট্রের  ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট আফরিন আক্তার, ৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ২১ শতকের যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু, অংশীদার ও মিত্রদেশের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।অংশীদারিত্বের ভিত্তিতে সম্মিলিত সক্ষমতা তৈরির লক্ষ্যে কাজ না করলে এ অঞ্চলের জন্য আমাদের সম্মিলিত ইতিবাচক অভীষ্ট অর্জন করা সম্ভব হবে না।”


বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ২১ শতকের যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু, অংশীদার ও মিত্রদেশের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, সমুদ্র নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংকটসহ এ ধরনের বহু সমস্যার প্রশ্নে প্রথম সারিতে রয়েছে ২৭০ কোটি জনসংখ্যার আবাসভূমি ভারত মহাসাগরীয় অঞ্চল। অনুষ্ঠান আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্ডিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ!


বিজ্ঞাপন

“Our shared positive vision for the region cannot be achieved without working in partnership to build collective capacity.”
– Deputy Assistant Secretary of State Afreen Akhter at the 6th Indian Ocean Conference. #6thIOC2023

The United States is committed to working with friends, partners, and allies to meet 21st century shared challenges. Home to 2.7 billion people, the Indian Ocean Region is at the frontlines of many of these issues — from climate change to food security challenges, maritime security, and public health crises. Thanks to Ministry of Foreign Affairs, Bangladesh , Ministry of External Affairs, Government of India, and India Foundation for hosting!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *