স্কয়ান লিডার সাদরুল আহমেদ খান (অব) : আমরা সবাই ভারতীয় ডাক্তার দেবী শেঠীকে চিনলেও বাংলাদের একজন সুনামধন্য ডাক্তার অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা মেডামকে চিনি না। ডাঃ দেবিশেঠী কে আমরা প্রোমোট করি কিন্তু ফাতেমা মেডামকে করি না?
ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা মেডাম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখায় জন্ম গ্রহন করেন, উনি আমাদের সিলেট তথা সারা বাংলাদেশের গৌরব, বাংলাদেশের প্রথম পেডিয়েট্রিক কার্ডিওলজিস্ট তিনি ৭ হাজার শিশুর হার্টের জন্মগত রোগের (যেমন হার্টের ভেতর ছিদ্র) অপারেশন ( ইন্তটারভেনশন)ও অনান্য ইমার্জেন্সি ইন্টারভেনশন করেছেন।২০১৯ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।
আমরা ভারতের দেবি শেঠী কে চিনলেও ঘরের মানুষ চিনিনা, আসুন আমরা সবাই আমাদের নিজেদের ঘরের মানুষকে বিশ্বের কাছে পরিচিত করে দেই।