পিংকি জাহানারা : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ৪ জনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বাতিল ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান, আল আমিন মো. আবদুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম।মেয়র পদপ্রার্থীর মধ্যে একজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।তিনি হলেন জাকের পার্টির মনোনীত প্রার্থী এস এম সাব্বির হোসেন।
উল্লেখ্য,এবারের কেসিসি নির্বাচনে ভোটার প্রায় ৫ লাখ ৩৫ হাজার। ২৮৯টি ভোট কেন্দ্রে কক্ষ থাকবে ১ হাজার ৭৩২টি। ১২ জুন ভোট গ্রহণ করা হবে।গত ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থী এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।