চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে ৭৭.৭০০ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিবিধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : গতকাল বুধবার  ২৪ মে, বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমান তৈরীকৃত রুপার গহনা পাচার করা হচ্ছে।


বিজ্ঞাপন

উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেলে ৫টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সঙ্গীয় টহলদল নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মোবারকপাড়া আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত বিশেষ অভিযান পরিচালনা কালে মোবারকপাড়া আবাসিক এলাকায় বসবাসকারী মোস্তফা আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে চোরাকারবারী মোঃ সোহাগ কর্তৃক ফেলে যাওয়া রুপা ভর্তি ৪টি প্লাষ্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় এবং পার্শ্ববর্তী সোহাগের বসতবাড়ি হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ১২৬টি খালি প্যাকেট এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করে । উদ্ধারকৃত ০৪টি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৭৭ কেজি ৭০০ গ্রাম ভারতীয় তৈরীকৃত রুপার গহনা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সুবেদার মোঃ জহির উদ্দিন বাবর বাদী হয়ে পলাতক মোঃ সোহাগ (৩০), পিতা- মৃত বাবু আলী, গ্রাম-মোবারকপাড়া, পোষ্ট+থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা এর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত ভারতীয় তৈরীকৃত রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি,জানান, দেশের সিমান্ত এলাকা রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *