নজরুল ছিলেন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা: বাংলাদেশ কংগ্রেস

Uncategorized এইমাত্র জাতীয় জীবনী ঢাকা বিবিধ সাহিত্য

মারুফ সরকার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা হিসেবে অবিহিত করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। কবির ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধা নিবেদনকালে এ কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী।


বিজ্ঞাপন

এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, বৃটিশ শাসনামলেই নজরুল বাংলাদেশ নামক দেশের স্বপ্ন দেখেছেন যা তাঁর বিভিন্ন লেখায় প্রকাশ পায়। তিনি বলেন, বর্তমানের বিভিন্ন সমস্যায় দূর্দশাগ্রস্থ বাংলাদেশে নজরুলকে অনুসরণ করা জরুরি। নতুন প্রজন্মের মাঝে নজরুলকে আরও বেশি তুলে ধরার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে আজ বৃহঃবার সকাল ৯টায় দ্রোহের কবি নজরুলকে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কবি নজরুলকে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানায় দলটি।

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দিয়ে অচিরেই গেজেট প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এ সময় মানিকগঞ্জে কবিপত্নী প্রমিলার পৈত্রিক ভিটা দখলদারদের হাত থেকে রক্ষার দাবীও জানান উপস্থিত নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যুগ্ম ধর্ম ও উপজাতি বিষয়ক সম্পাদক হাফেজ ফখরুল হাসান প্রামাণিক, যুগ্ম সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক হাসান শেঠ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *