বিশেষ প্রতিবেদক : একজনের দান করা জায়গার উপর তার নামের একটা পুকুরকে অন্য একজন বিখ্যাত ব্যক্তির নামে করা মানে সেই বিখ্যাত ব্যক্তিকেই অসম্মানিত করার সামিল। আমার মনে হয় লাল মিয়া ( বিখ্যাত চিত্রশিল্পি এসএম সুলতান) বেচেঁ থাকলে এমন গর্হিত কাজ তিনি করতে দিতেন না।
সামান্য একটা পুকুর! সেই পুকুরের সামান্য সংস্কার করতে গিয়ে অন্য একজন দেশ বরেণ্য ব্যাক্তির নামে নামকরণ করার কি এমন জরুরী হয়ে পড়লো ? এটা অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না। লাল মিয়ার নামে যদি কিছু করতেই হয়, তাহলে ভালো অন্য একটা কিছু করা যেতে পারতো।কার মাথায় যে কখন কি খেলে?