বিজিব’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযানে দর্শনা আইসিপি থেকে ১,৪৩,১০০ ইউএস ডলার এবং ১০,০০০ ইউরো সহ ১জন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

আটককৃত বৈদেশিক মুদ্রা

 

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের  অভিযানে দর্শনা আইসিপি থেকে ১,৪৩,১০০ ইউএস ডলার এবং ১০,০০০ ইউরো সহ ১জন আটক হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।


বিজ্ঞাপন

শনিবার ৩ জুন বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দর্শনা আইসিপি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাচার হবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে অবস্থান করে।

আনুমানিক সকাল ১০ টায় ভারত থেকে বাংলাদেশে আসা আইসিপি চেকপোস্টে অবস্থানরত যাত্রী শেখ তপন (২৬), পিতা- শেখ জালাল উদ্দিন, জাতীয় পরিচয়পত্র মোতাবেক ঠিকানা- যাত্রাবাড়ী, ভাঙ্গাপ্রেস, মাতুয়াইল, ঢাকা-১৩৬২ এবং স্থায়ী ঠিকানা- গ্রাম-মুন্সিগঞ্জ, পোস্ট-টুঙ্গিবাড়ী, থানা- মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ এর ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের বডির ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধভাবে রক্ষিত ১,৪৩,১০০ ইউএস ডলার এবং ১০,০০০ ইউরো উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে নায়েব সুবেদার মোঃ আব্দুল জলিল বাদী হয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি, জানান, সিমান্ত এলাকা রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি’র সদস্য রা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন সিমান্ত এলাকায় রেকর্ড পরিমান মাদক দ্রব্য, সোনা, রুপা,আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকম চোরাচালানের বড়ো বড়ো চালান বেশিরভাগ ই বিজিবি কর্তৃক আটক হচ্ছে। ভবিষ্যতে ও  বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *