নিজস্ব প্রতিবেদক : চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
আক্রান্তদের মধ্যে রাজধানীতে ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫১ হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৪৮ হাজার ৯৪২ জন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯ হাজার ৩০৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৫০ হাজার ৬৩৩ জন এবং ঢাকার বাইরে ৪৮ হাজার ৬৭৩ জন রিলিজ পান।
বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট নতুন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৫১ জন। তাদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২০০ জন।
ডেঙ্গু সন্দেহে ২৬৪টি মৃত্যুর বিবরণ স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে আইইডিসিআর ৩০৩টি মৃত্যু পর্যালোচনা করে এ পর্যন্ত ১২৯টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।