বিনোদন ডেস্ক
বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে আগামী ১১ ডিসেম্বর। তবে ম্যাচ শুরুর তিনদিন আগে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনে অংশ নেবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পাশাপাশি বিপিএল মাতাতে আসছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। দেশীয় শিল্পীদের মধ্যে থাকবেন মমতাজ ও জেমস।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসর বিশেষভাবে আয়োজিত হতে যাচ্ছে। বিশেষ এই আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানটাও বেশ জাঁকজমকপূর্ণভাবেই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সালমান-ক্যাট ছাড়াও বলিউড হিরো জন আব্রাহাম, টাইগার স্রফের আসার কথা রয়েছে। কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয়।
প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।