নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় রতœা (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
রতœার ভাই সুমন জানান, পারিবারিক কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রতœা। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রতœা। তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপুল গ্রামে। বাবার নাম রজব মোল্লা। তারা যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের পাশে নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।