নিজস্ব প্রতিবেদক : হলি আর্টিজান মামলার রায়ের দিন দ-িত দুই আসামির মাথায় আইএসের টুপির বিষয়ে কেউ জানেনা তা কি করে হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মামলার শুনানিতে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।
আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি। তাহলে টুপি দিলো কে? আইএসের টুপি ফেরেশতা দিলো নাকি শয়তান?
আদালতে আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।