!! তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি ‘র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ফেসবুকের একটি স্ট্যাটাস !! ” ছেলেবেলার বন্ধুদের সাথে নদীর বালিতে আবার যদি খেলতে পারতাম ! “

Uncategorized চট্টগ্রাম জাতীয় জীবন-যাপন জীবনী বিনোদন সারাদেশ

ছেলেবেলার গল্পগুলোর মাঝে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ (এমপি)


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক ঃ    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ তার নিজের এলাকায় স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধকালীন সময়ের এক ঘটনার কথা উল্লেখ করে    তার ভেরিফাইড ফেসবুকে একটা  স্ট্যাটাস দেন স্ট্যাটাস টা হুবহু তুলে ধরা হলো  ,


বিজ্ঞাপন

” আজ ঈদের দিন আমার গ্রামে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পুরো বছর আমি আমাদের গ্রামেই ছিলাম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীর তীরে আমার ছেলেবেলার বন্ধুদের সাথে অনেক সময় কাটিয়েছি। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী তিনবার আমাদের গ্রামে এসে বহু মানুষকে হত্যা ও নির্যাতন করে। প্রথমবার যখন পাকিস্তানি বাহিনী আমাদের গ্রামে আসে তখন পুরো গ্রাম নদী পার হয়ে পাশের জঙ্গলে পালিয়ে যায়। তখন আমি আট বছরের ছোট ছেলে। আমিও এই নদী পার হয়ে পালিয়েছিলাম এবং ভোলা বোদ্দা (ভোলাইয়া বদ্দা) আমাকে নদী পার হতে সাহায্য করেছিল। আজ যখন আমরা গ্রামের চারপাশে ঘুরছিলাম এবং একই নদী পার হচ্ছিলাম তখন তিনি আমার সাথে ছিল (বেঞ্চে আমার পাশে বসা)। এটা সত্যিই অসাধারণ অনুভূতি ছিল এবং আমার ১৯৭১  সালের স্মৃতি মনে পড়ছিল এবং ইচ্ছে হচ্ছিল ছেলেবেলার বন্ধুদের সাথে নদীর বালিতে আবার যদি খেলতে পারতাম ! ”

দুরন্ত শৈশবে ফিরে গেলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ (এমপি)

তিনি একই স্ট্যাটাস বাংলা ও ইংরেজিতে লেখেন  এখানে ইংরেজি স্ট্যাটাস টা ও তুলে ধরা হলো,     “Today on Eid day in my village. The whole year of our liberation war in 1971 I was in our village. Spent a lot of time with my boyhood friends on the send of the little river that is flowing behind our village. During the war Pakistani Army came to our village three times and killed and tortured many people. First time when Pakistani army came to our village then whole village fled to nearby forest by crossing this river. Then I was a eight years old little boy. I also fled by crossing this river and “Vola Bodda”(ভোলাইয়া বদ্দা) helped me to cross the river. Today he was with me (seating by me on the bench) when we were going around the village and crossing the same river. It was really amazing and was recalling my memories of 1971 and was feeling to play on the sand of the river with my boyhood friends! “


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *