ফুলেল শুভেচ্ছায় ভাসছেন পুলিশ সুপার খুলনা ও তার সহধর্মিণী।
মামুন মোল্লা (খুলনা) : মঙ্গলবার ৪ জুলাই, মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা এবং তার সহধর্মিণী মোসা. তাহমিনা আক্তার, সহ-সভাপতি, লেডিস ক্লাব, খুলনা, এর বিদায় উপলক্ষে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক, খুলনা ও তার সহধর্মিণী, খুলনা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
এসময় পুলিশ সুপার, খুলনা তার বক্তব্যে জেলা প্রশাসনের সকলকে আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদজ্ঞাপন করেন।
পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার, খুলনা ও তার সহধর্মিণীকে কে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।