মুগদা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগ  এবং কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম ঢাকা সারাদেশ

 

!! মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা করানোয় হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ !! 


বিজ্ঞাপন
মুগদা জেনারেল হাসপাতালে দুদক এনফোর্স টিমের সদস্যরা।

 

নিজস্ব  প্রতিবেদক : মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা করানোয় হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলে সার্বিক সেবার মান অসন্তোষজনক মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। হাসপাতালের প্যাথলজি বিভাগের কাউন্টারের বাহিরে দালালচক্রের অবস্থান, সেলস রিপ্রেজেন্টটেটিভগণ কর্তৃক প্রেসক্রিপশনের ছবি তোলা, ইসিজি, ইকো করার টাকা কাউন্টারে জমা না দিয়ে ইসিজি রুমে টাকা নিয়ে ইসিজি বা ইকো করানো- ইত্যাদি অভিযোগের বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণকালে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়।

টিম এ সকল অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতালের পরিচালকের সাথে কথা বললে তিনি ইসিজির অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে মর্মে অবহিত করেন। এনফোর্সমেন্ট টিম হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পরিচালককে অনুরোধ করেন।

!!  কিশোরগঞ্জের করিমগঞ্জ নেয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের  বিরুদ্ধে টিসিবি পণ্য আত্মসাত ও গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ !! 

কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যানের দুর্নীতি’র তদন্তে দুদকের টিম।

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ নেয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের  বিরুদ্ধে টিসিবি পণ্য আত্মসাত ও গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়,কিশোরগঞ্জ হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট চেয়ারম্যানের বক্তব্য গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযানকালে অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *