নিজস্ব প্রতিনিধি : পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর মাঠ পরীক্ষা, বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা এবং লিখিত পরীক্ষার কার্যক্রম সুষ্ঠ ও যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি’র সভাপতিত্বে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, রবিবার ৯ জুলাই, বিকাল ৩ টার সময় পুলিশ সুপারের কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে ‘পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৩ এর মাঠ পরীক্ষা বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা এবং লিখিত পরীক্ষার কার্যক্রম সুষ্ঠ ও যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজিপি ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সেখানে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর, মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর।