নিজস্ব প্রতিনিধি : সোমবার ১০ জুলাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্ম কর্তারা রাজশাহী’র চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, মেসার্স লিমন ফিলিং স্টেশন, কাসিয়াডাঙ্গা, রাজশাহী, মেসার্স নেশানাল ফিলিং স্টেশন, হরিরামপুর, সদর, রাজশাহী, মেসার্স সামাদ এন্ড সন্স , সদর, চাঁপাই নবাবগঞ্জ, মেসার্স হোসেন ফিলিং স্টেশন, বাস স্ট্যান্ড, সদর, চাঁপাই নবাবগঞ্জ, মেসার্স সাজাদ এন্ড সন্স, সদর, চাঁপাই নবাবগঞ্জ উল্লিখিত প্রতিষ্ঠান সমূহের জ্বালানি তেল (ডিজেল পেট্রোল, অক্টান) স্ট্যান্ডার্ড লিটার মেজার্স দ্বারা পরিমাপে সঠিক পাওয়া যায়। এছাড়াও প্রতিষ্ঠান সমূহের বিএসটিআই এর ভেরিফিকেশন সনদ, ট্যাংক লরি ও স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ যাছাই করে সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযান অংশগ্রহণ করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট্রোলজি)।
এছাড়াও অভিযানে জ্বালানি তেল কোম্পানি (পদ্মা, মেঘনা , যমুনা) ও পেট্রোল পাম্প মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।