নিজস্ব প্রতিনিধি : রংপুরে ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, মঙ্গলবার ১১ জুলাই ,সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে চলমান ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীর পক্ষ থেকে মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে সম্যক ধারণা দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মোঃ তরিকুল ইসলাম, প্রশ্নোত্তর সভায় প্রশিক্ষনার্থীদের পুলিশের সেবা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।