মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল পৌর-সভার নড়াইল গ্রামে দুইটি পরিবারের বসৎ ঘরে অগ্নিকান্ডে পুড়ে ছাই।
তাৎখনি খবর পেয়ে নড়াইল পৌর-মাতা অগ্নিকন্যা ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারে পাশে দাড়িয়েছেন। নড়াইলের অগ্নিকন্যা খ্যাত নড়াইল পৌর-সভার মেয়র আঞ্জুমানা’রা অগ্নিকান্ডের খবর পেয়ে তাতক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেন। এবং তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন,অগ্নিকন্যা নড়াইল পৌর মেয়র আঞ্জুমানা’রা। গত (১২ জুলাই) বুধবার সকালে সর্ট সার্কেটের মাদ্ধমে শবুজের পাশের ঘরে আগুন ধরলে মুহর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে,পরে স্থানিয়’রা আগুন নিয়ন্ত্রন আনতে ৯৯৯ এ ফোন করে জানালে,নড়াইলের ফ্যায়ার সার্ভিসের কর্মি’রা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে আনতে দুইটি পরিবারের সব পুড়ে শেষ হয়ে যায়।
এসময় দুইটি পরিবারের ঘরের নগদ অর্থসহ ঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে দুইটি পরিবার সর্বসান্ত হয়ে যায়। পরে খবর পেয়ে নড়াইল জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং স্থানীয় লোকজন সহযোগীতা করেন। এদিকে,অগ্নিকান্ডের সংবাদ পেয়ে নড়াইল পৌর-মেয়র আঞ্জুমানা’রা অগ্নিকান্ডে খতিগ্রস্থ অসহা পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।