নিজস্ব প্রতিনিধি : “দিনের কক্সবাজারের চেয়ে রাতের কক্সবাজার বেশি নিরাপদ” স্লোগানের সদস্যদের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার পিবিআই প্রধান এর সাথে এক স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, ”দিনের কক্সবাজারের চেয়ে রাতের কক্সবাজার বেশি নিরাপদ” স্লোগানকে সামনে রেখে ২০০৭ এবং ২০০৮ সালের কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশের সেই সময়ের নেতৃবৃন্দ তৎকালীন জেলা পুলিশ সুপার বর্তমান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সাথে স্মৃতিচারণ করেন। এই সময় পিবিআই প্রধানের সহধর্মিণী ডা. জয়া মল্লিক এবং তাদের দুই কন্যা সাথে ছিলেন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এবং পিবিআই কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম অংশ নেন ।
গতকাল বুধবার ১২ জুলাই, রাতে কক্সবাজারে আয়োজিত স্মৃতিচারণে অংশগ্রহণ করেন তৎকালীন কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ এবং সাধারণ সম্পাদক জেবর মুল্লুক।
এছাড়াও তৎকালীন কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি ও হোটেল ডায়মন্ড প্যালেস গেস্ট হাউজের স্বত্তাধিকারী আলহাজ্ব আবুল কাশেম সিকদার, উদয় শংকর পাল মিঠু, আবুজাফর সিদ্দিকী, তৈয়বুর রহমান মামুন, মোশাররফ হোসেন দুলাল, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব মফিজুর রহমান মাষ্টার, অধ্যাপক অজিত কুমার দাশ, মোঃ মোস্তফা, জোনায়েদ আহমদ ও ম ম রাখাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন তৎকালীন কমিউনিটি পুলিশিং এর কমিটির সদস্যবৃন্দ। উদয় শংকর পাল মিঠু এর কারাতে প্রতিষ্ঠান “ইউনাইটেড কারাতে ক্লাব বাংলাদেশ, কক্সবাজার” এর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মানসূচক ক্রেষ্ট প্রদান করেন মিঠু এর কারাতের ব্লাকবেল্ট ধারী দুই কন্যা মনিষা শংকর পাল এবং শ্রেয়শী পাল প্রাচী।
অনুষ্ঠানে সদস্যবৃন্দ কমিউনিটি পুলিশ কক্সবাজার এর ২০০৭ এবং ২০০৮ সালের গৌরবোজ্জ্বল কার্যক্রমের স্মৃতিচারণ করেন।