রংপুর জেলা পুলিশের সদস্যরা স্ব-উদ্যোগে সম্মিলিতভাবে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন 

Uncategorized আইন ও আদালত জাতীয় জীবন-যাপন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ”বর্ষা মেীসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি প্রতিরোধে রংপুর  জেলা পুলিশ একযোগে জেলা পুলিশের বিভিন্ন কর্মক্ষেত্র ও স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন করলেন পুলিশ সদস্যরা”, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শনিবার ১৫ জুলাই,  নিয়মিত ডিউটির পাশাপাশি রংপুর জেলা পুলিশের স্থাপনাসমুহ যেমন- পুলিশ লাইন্স, থানা, ট্রাফিক অফিস ও তদন্তকেন্দ্রসমূহের পুলিশ সদস্যগণ নিজেরাই স্ব-উদ্যোগে সম্মিলিতভাবে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেন ।


বিজ্ঞাপন

রংপুর  জেলার  পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী  এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন যে, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় চিত্তে বিচক্ষণতা ও পেশাদারিত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে রংপুর জেলা পুলিশ।

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শরীর ও ইউনিফর্মের পাশাপাশি নিজের ইউনিটকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ গড়ে তুলতে হবে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি প্রতিরোধে জেলা পুলিশ রংপুর একযোগে কাজ করে যাচ্ছে। করোনা সংকট পরবর্তীকালে এমন পরিচ্ছন্নতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের নিকট আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *