বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল এক অনন্য রণ কৌশলের  দলিল

Uncategorized জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর জাতীয় যাদুঘর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে লেখক আলহামরা নাসরিন হেসেন লুইজার বইয়ের অ্যালবামের মোড়ক উমোচন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও প রিক ল্পনা বিষয় ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার অবঃ সাদরুল আহমেদ খান বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল অনন্য রণ কৌশলের  দলিল।


বিজ্ঞাপন

গতকাল শনিবার ১৫ জুলাই সকাল ১১ টায় বঙ্গবন্ধুর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে লেখক আলহামরা নাসরিন হেসেন লুইজার বইয়ের স্মারক উন্মোচন এবং চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুসঠান বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সামাদ উপ উপাচার্য (প্রশাসন) ঢাকা বিশ্ববিদ্যালয়,
খলিল আহমেদ সচিব সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোঃ কামরুজ্জামান মহাপরিচালক বাংলাদেশ জাতীয় জাদুঘর,
ডাক্তার মোঃ আবু রায়হান উপ-পরিচালক ২৫০সয্যা বিশিষ্ট টিভি হাসপাতাল, ডাক্তার ওয়ালী উল ইসলাম এমবিবিএস পিএইচডি ইমিউনোলোজিস্ট ও চিকিৎসা বিজ্ঞানী, কবি অসীম সাহা একুশে পদক ও বাংলা অ্যাকাডেমী পুরস্কার প্রাপ্ত, কবি আসলাম সানি বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক গবেষক সাংবাদিক ও গীতিকার,ফসিহ উদ্দিন মাহতাব সভাপতি বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম,মশিউর মালেক নির্বাহী পরিচালক বঙ্গবন্ধু ফাউন্ডেশন, হাসিদা ইয়াসমিন মুন সভাপতি মৈত্রী সংসদ,কবি সুশান্ত ঘোষ সম্পাদক পরমাণু গল্পের প্রবক্তা ও বিনোদন সাহিত্য পত্রিকা পশ্চিম মেদিনীপুর ভারত, আব্দুল কাইয়ুম সাংবাদিক,সম্পাদক, ভাষা ও শব্দ শ্রমিক পশ্চিম ভারত, মোহাম্মদ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিডিং আওয়ামীলীগ লন্ডন, মোনায়েম সরকার কলম লেখক ও গবেষক সভাপতি, জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ, কর্ণেল অবঃ সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, অধ্যাপক ড,এটিএম রেজাউল হক লেখক ও বঙ্গবন্ধু গবেষক, সরদার হিরোক রাজা বিশিষ্ট লোক সাংস্কৃতি গবেষক সম্পাদক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা পরিচালক বাউল সেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা, কবি দেবাশীষ ব্যানার্জী সংগীত শিল্পী পশ্চিমবঙ্গ ভারত,কবি নুরুল শিফার খান সভাপতি একইবিন্ত শিল্প সাহিত্য পরিষদ, নাইমুজ এনাম নাইম নৃত্যশিল্পী,গ্রেড-৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা, কবি সৈয়দ খায়রুল আলম বিশিষ্ট সংগঠক চেয়ারম্যান নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা সম্পাদক ২বাংলারনিউজ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *