জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক শুদ্ধাচার পুরস্কার-২০২৩ প্রাপ্তি

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক :  শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিবছর শুদ্ধাচার পুরস্কার প্রদান করে থাকে। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানদের ক্যাটাগরিতে এ বছর শুদ্ধাচার পুরস্কার-২০২৩ পেয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  এ. এইচ. এম. সফিকুজ্জামান।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার  ২০ জুলাই,  বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ-এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক।

এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম হওয়ার পুরস্কারও গ্রহণ করেন।

মহাপরিচালক এবং অধিদপ্তরের এই গৌরব দীপ্ত অর্জনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী আনন্দিত এবং গৌরবান্বিত। উল্লেখিত  পুরস্কার প্রাপ্তিসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সকলের সহযোগিতা কামনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সর্বস্তরের  কর্মকর্তা ও কর্মচারীরা ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *