ফের বিয়ে করছেন শ্রাবন্তী!

বিনোদন

বিনোদন ডেস্ক : মাত্র কদিন আগেই তৃতীয় বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। স্বামী রোশান সিং এয়ার ক্রু সুপারভাইজার। বিয়ের পর থেকে বেশ খোশমেজাজেই আছেন এই দম্পতি। তবে শিরোনামে আবার বিয়ে কেনো! নাহ্, নিরাশ হবার কিছু নেই। এটা বাস্তবে বিয়ে নয়, পর্দায় তরুণ অভিনেতা বনি সেনগুপ্তকে বিয়ে করবেন তিনি।


বিজ্ঞাপন

বলিউড, টলিউড, ঢালিউড সব ইন্ডাস্ট্রিতেই বহুবার কম বয়সী নায়কের সঙ্গে অপেক্ষাকৃত বেশি বয়সী নায়িকাদের জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন টলিউডের দুই সময়ের দুই তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত।

৩২ বছর বয়সী নায়িকা শ্রাবন্তীর চেয়ে বনি ৪ বছরের ছোট। অভিনয় জগতে তো বনির চেয়ে শ্রাবন্তী আরও সিনিয়র। ১৯৯৭ সালে প্রসেনজিৎ ও শতাব্দী অভিনীত ‘মায়ার বাঁধন’ ছবিতে অভিষেক হয়েছিল ১০ বছর বয়সী শ্রাবন্তীর। নায়িকা চরিত্রে অভিনয় করেন ২০০৩ সালে জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে।


বিজ্ঞাপন

অন্যদিকে ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ দিয়ে টলিউডে অভিষেক হয় বনির। দুই সময়ের এই ২ তারকাই এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন বড় পর্দায়। ছবির নাম ‘বিয়ে বিয়ে খেলা’। এটি পরিচালনা করবেন রাজা চন্দ। পারিবারিক গল্পের উপর তৈরি হয়েছে এর চিত্রনাট্য।


বিজ্ঞাপন

৫ বছরের ক্যারিয়ারে প্রেমিকা কৌশানি মুখার্জির সঙ্গে জুটি বেঁধে বেশি কাজ করেছেন বনি সেনগুপ্ত। কৌশানি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বনিকে নিয়ে তিনি খুবই পজেসিভ এবং পর্দায় একমাত্র বনির সঙ্গেই তার জুটি সবচেয়ে ভালো জমে।

তবে এবার জুটি পরিবর্তন হচ্ছে। নায়িকা হিসেবে নিজের চেয়ে বয়সে বড় শ্রাবন্তীকে পাচ্ছেন বনি। চলতি মাসেই শুরু হবে তাদের ‘বিয়ে বিয়ে খেলা’র শুটিং। কাজেই নতুন বছরে নতুন জুটির জন্য দিন গুনতে শুরু করেছে টলিউড।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *