প্রিয় হিমাদ্রী

Uncategorized বিনোদন সাহিত্য

প্রিয় হিমাদ্রী ——–শিরিনা ইয়াসমিন 


বিজ্ঞাপন

কেমন আছো? সেদিনের গোধূলির রূপের মাধুর্য মনে জ্বলজ্বল করছে। কতোকিছু লিখতে চাই শব্দের অকাল বরাবরের । শূন্য হৃদয়ে শূন্যতার বেড়ে ওঠা অবাধ্য ডালপালা ছেঁটে কী দৃষ্টিনন্দন বাগান করেছ, ফুলের সুমিষ্টঘ্রাণে বিভোর থাকি। এই অনুভূতি প্রকাশে কোনো শব্দই যথেষ্ট নয়।

গাঢ় আঁধার কী করে পূর্ণিমাকে ম্লান করে সেও জানা হতো না তুমি না এলে। কী মায়ায় পড়ে বন্ধ কপাটগুলো এক এক করে খুলে যাচ্ছে জানি না। মনের ঐশ্বর্যে ডুবে যাওয়া ঝরা হিজল আমি। বুদ হয়ে থাকি কবিতায় বর্ষার ঝরা কদমের মায়ায় ডুবি। বেহিসেবী কল্পনায় তোমায় আঁকি ভেসে যাই পাল তোলা নৌকোয় বিকেল যাপনের তীব্র আকাঙ্ক্ষায়।

নৈসর্গে পাশাপাশি বসে তোমার চোখে পানকৌড়ির ডুব সাঁতার চিলের আগ্রাসী দৃষ্টি কানা বকের চুপচাপ বসে থাকা কানাকুয়ার হঠাৎ আগমন গুইসাপের জালে আটকে পড়ার তীব্র আর্তনাদ জাল ছিড়ে বেরিয়ে যাওয়ার আনন্দক্ষণ দলবেঁধে মাছেদের সাঁতার কাঠবিড়ালির গভীর মনোযোগে খাওয়া টুনটুনি দোয়েলের নেচে বেড়ানো দেখি। পৃথিবী আমার সবুজে সাজাই।

ভুলে যাওয়া গান গাই গল্পের চরিত্র সাজাই সুখের মুহূর্তগুলো তুলির আঁচড়ে জীবন্ত করে তুলি। নিমগ্ন চিত্তে আপন ভূবণে ঝরা শিউলি কুড়াই টুকরো টুকরো স্মৃতি কুড়ানোর মতো করে।

তুমি পরমযত্নে বুকে রেখে জীবন শেখাও। ভুলে ভরা জীবনের পাতা উল্টাও। নতুন জীবনে ভাসিয়ে দাও হাল ধরো তুমি। জীবনের গল্পের শেষ দৃশ্যটা হোক চায়ের চুমুকে। তোমার জীবনের বাকি উষ্ণতাটুকু তোলা থাক কেবল নীলাদ্রির জন্য।

আজ আর নয় সোনায় মোড়ানো থাক তোমার জীবন সেইসাথে আমারও।

ইতি
নীলাদ্রি
২৬.০৭.২০২৩


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *