রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সদস্য গুলিবিনিময় কালে আগ্নেয়াস্ত্র সহ ১ জন ইউপিডিএফ সদস্য আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন

আগ্নেয়াস্ত্র সহ আটককৃত ইউডিএফ সদস্য।


বিজ্ঞাপন

 

নিজস্ব  প্রতিনিধি :  রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সদস্য গুলিবিনিময় কালে আগ্নেয়াস্ত্র সহ ১ জন ইউপিডিএফ সদস্য কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের সদস্যরা।

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সদস্যদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। গতকাল বুধবার সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শুকুরছড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তরিত চাকমা নামে ইউপিডিএফের এক সদস্যকে আটক করে সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। এর এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়। পরে ইউপিডিএফের সবাই পালিয়ে গেলেও তরিত চাকমা একটি অত্যাধুনিক এইচকে-৩৩ (জার্মান) আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলিসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *