বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ১.১৩৮ কেজি ওজনের ৬টি স্বর্ণের বারসহ ১ জন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে  ভোমরা সীমান্ত থেকে ১.১৩৮ কেজি ওজনের ৬টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়নের  (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি।


বিজ্ঞাপন

বুধবার ২৬ জুলাই, রাতে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হতে পারে।


বিজ্ঞাপন

উক্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় নায়েক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ভোমরা বিওপি’র একটি চৌকষ আভিযানিক টহলদল ভোমরা আইসিপির ফলমোড় এলাকায় গোপনে অবস্থান করে।

এ সময় টহলদল মোঃ রবিউল ইসলাম (৬০), পিতা-মোঃ রইস উদ্দিন মোড়ল, গ্রাম-কুলিয়া, ডাকঘর-বয়রা, থানা-দেবহাটা ও জেলা-সাতক্ষীরা পরিচয়ধারী একজন ব্যক্তিকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার কোমরে পেঁচানো এবং কালো স্কচটেপ মোড়ানো ০৬টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলি গ্রাম যার বর্তমান বাজারমূল্য ৯৬,০১,৭৬৬ (ছিয়ানব্বই লক্ষ এক হাজার সাতশত ছেষট্টি) টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়নের  (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি, আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *