স্বর্ণের বার সহ আটককৃত চোরাচাহনি চক্রের সদস্য।
নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ নিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযানে দর্শনা সীমান্ত থেকে ২.৩৫০ কেজি ওজনের ৪টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।
বৃহস্পতিবার ২৭ জুলাই, সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান (৬ বিজিবি ) এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় এ্যাম্বুশ করে।
আনুমানিক সকাল ৬ টা ৪০ মিনিটের সময় একজন ব্যক্তিকে সিভিল বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবি টহলদলের সন্দেহ হয়।
বিজিবি টহলদল সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নাম-কুসুম পোদ্দার (৪৭), পিতা- হরি সাধন পোদ্দার, গ্রাম- টুঙ্গিভরান, পোষ্ট- মনুনগর, থানা-টুঙ্গি, জেলা- গাজীপুর বলে জানা যায়। পরবর্তীতে বিজিবি টহলদল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভিতর থেকে ০২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট বড় ০৪টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি, আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।