২০ কাঠা জমি উদ্ধার করে রমনা রাজস্ব সার্কেল অফিস ও কালেক্টর অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো ঢাকা জেলা প্রশাসক

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

!! ২০ কাঠার শত কোটি টাকা মুল্যের সরকারি খাস বেদখল হওয়া জমি উদ্ধার করে  রমনা রাজস্ব সার্কেল অফিস ও ঢাকা কালেক্টর অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সমাজের একটি গোষ্ঠীর লক্ষ্যই থাকে সরকারের সম্পদ বেআইনিভাবে দখল করে অবৈধ উপার্জন করা। সরকারের বিপুল পরিমাণ সম্পদ দেখাশুনা করার জন্য জনবল সংকটসহ বেশকিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঢাকা জেলা প্রশাসন প্রতিনিয়ত খাসজমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার করছে। এগুলো উদ্ধারের পাশাপাশি যথোপযুক্ত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে যাতে করে পুনরায় বেহাত হবার সম্ভাবনা না থাকে। এরই ধারাবাহিকতায় রমনা ভূমি অফিসটি এ প্রাঙ্গণে স্থানান্তর করা হলো!!


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : ২০ কাঠার শত কোটি টাকা মুল্যের সরকারি খাস বেদখল হওয়া জমি উদ্ধার করে  রমনা রাজস্ব সার্কেল অফিস ও ঢাকা কালেক্টর অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন।


বিজ্ঞাপন

রাজধানীর তোপখানা রোডে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর শুভ উদ্বোধন করেন।এতে করে শত বছর ধরে বেদখল থাকা সরকারের মহামূল্যবান জমিতে অবশেষে সরকারের একটি দপ্তরের নিজস্ব ঠিকানা হলো। মহানগরীর জনগণের ভূমি সেবা প্রাপ্তিতে ভবনটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অনেকে।

উদ্বোধনের পর ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সমাজের একটি গোষ্ঠীর লক্ষ্যই থাকে সরকারের সম্পদ বেআইনিভাবে দখল করে অবৈধ উপার্জন করা।

সরকারের বিপুল পরিমাণ সম্পদ দেখাশুনা করার জন্য জনবল সংকটসহ বেশকিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঢাকা জেলা প্রশাসন প্রতিনিয়ত খাসজমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার করছে।

এগুলো উদ্ধারের পাশাপাশি যথোপযুক্ত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে যাতে করে পুনরায় বেহাত হবার সম্ভাবনা না থাকে। এরই ধারাবাহিকতায় রমনা ভূমি অফিসটি এ প্রাঙ্গণে স্থানান্তর করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঢাকার উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকার রাজস্ব ডেপুটি কালেক্টর মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *