মো:রফিকুল,ইসলাম,নড়াইলঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে মাদকবিরোধী র্যালি,আলোচনা সভা,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০জুলাই) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,অতিরিক্তি পুলিশ সুপার তারেক আল মেহেদি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম,উপপরিদর্শক শাহরিয়ার হোসেন সহ আরো অনেকেই।