ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের মাদক বিরোধী সাড়াশি অভিযান ২০০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় সারাদেশ

২০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার কৃত ২ জন মাদক ব্যাবসায়ী।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের  একটি মাদক বিরোধী আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবুল কালাম আজাদ (২০) ও নুরুল আবছার (২৫) নামে দুই জন মাদক ব্যাবসায়ীকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ আটক করে।


বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, রাতে তার টিম টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্স এলাকায় ডিউটীকালীন আসামী আবুল কালাম আজাদ (২০) ও নুরুল আবছার (২৫) কে আলো শপিং কমপ্লেক্সের সিরাজগঞ্জ নামীক দোকানের সামনে খোলা জায়গা আটক করে স্থানীয় দোকানদার উপস্থিত দুইজন সাক্ষীর সামনে আসামী আবুল কালাম আজাদ ও নুরুল আবছার কে বিধিমোতাবেক তল্লাশি করেন তল্লাশীকালে আসামী আবুল কালাম আজাদ এর বাম হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে  অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২,০০০ (দুই হাজার) পিস উদ্ধার ও উভয় আসামীর সাথে থাকা দুইটি টাচ মোবাইল জব্দ করা হয়।

ঘটনাস্থলে আসমীদের  জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ১ নং আসামী আবুল কালাম আজাদ জানায় যে, ২ নং আসামী নুরুল আবছার জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তাকে বিক্রি ও সরবরাহের কাজে সহযোগিতা করতে এসেছে। ঘটনাস্থলে আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

আসামীদ্বয়ের নাম ও ঠিকানা যথাক্রমে,  আবুল কালাম আজাদ (২০), পিতা- মো: ইউনুছ, মাতা- মমতাজ বেগম, এবং  নুরুল আবছার (২৫), পিতা- কালা মিয়া, মাতা- জাহেরা খাতুন, উভয় সাং- হারিয়াখালী, নয়াপড়া, ওয়ার্ড নং- ০৩, সাবরাং ইউপি, থানা – টেকনাফ, জেলা- কক্সবাজার।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদশর্ক  মো: নাসির উদ্দীন টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  একটি নিয়মিত মামলা দয়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *