মাদক বিরোধী অভিযানে শরীয়তপুর  জেলা  পুলিশের সাফল্য : ১১০০ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এর দিক নির্দেশনায় শরীয়তপুরের ডিবি পুলিশের  অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোছলেহউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার ৩১ জুলাই,  সখিপুর থানাধীন চর সেনসাস বালাকান্দি এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে  শীর্ষ মাদক ব্যবসায়ী কাজী সাকিবুল ইসলাম সাবিক (২৫), পিতা-কাজী নজরুল ইসলাম, মাতা-জেসমিন আক্তার, সাং-চৌধুরী হাট ০১ নং ওয়ার্ড, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম কে ১১০০ (এক হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়। উদ্ধারকৃত ইয়াবার  আনুমানিক মূল্য  ৩৩০,০০০ টাকা।

এ বিষয়ে শরীয়তপুর ডিবি পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলমান।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে দেশের যুব সমাজ কে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে শরীয়তপুর জেলা পুলিশের  মাদক বিরোধী অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *