নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১ আগস্ট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিস কর্তৃক সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে তামবীর মিট হাউজ,রিকাবীবাজার,সিলেট এর ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২০০০ (দুই হাজার টাকা)জরিমানা করা হয়। জমজম মিট ও পোল্ট্রি হাউজ,মুস্তাক আহমেদের শুটকি দোকান,আল মদিনা স্টোর, হেলাল মিয়ার সবজি দোকান,রহমান স্টোর, মনির উদ্দিন ফুডস সপ দোকানগুলোতে ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য তাগিদ প্রদান করা হয়। মেসার্স রহমান পোল্ট্রি দোকানের ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ সঠিক পাওয়া যাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টে নেতৃত্বে দেন নিবিড় রঞ্জন তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সিলেট ।
বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম,সহকারী পরিচালক (মেট) এবং মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।