স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খানের বরমচালস্থ স্থানীয় অফিস পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল

Uncategorized আন্তর্জাতিক জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল, পলিটিক্যাল কাউন্সিলর টিম ডাকেটের নেতৃত্বে আজ বুধবার ২ আগস্ট,  স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খানের বরমচালস্থ স্থানীয় অফিস পরিদর্শন করেছেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

তারা যুক্তরাজ্য/বাংলাদেশের সম্পর্ক, স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি, স্থানীয় সরকারের কার্যক্রম, হাকালুকি হাওরের জলবায়ু সুরক্ষা, আদিবাসীদের অধিকার, চা বাগানের শ্রমিকদের অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

সফরকারী দলটি স্থানীয় ইমাম, হিন্দু ধর্মীয় শিক্ষক, খ্রিস্টান মিশনারি স্কুল কর্তৃপক্ষ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, চা বাগানের শ্রমিক প্রতিনিধি, জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, পল্লী ডাক্তার, ভেটেরিনারি সার্জন, আদিবাসী খাশিয়া সম্প্রদায়ের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্কুল ও মাদ্রাসার ছাত্রদের সাথে ফলপ্রসূ মতবিনিময় করেন।
সাদরুল জানান, বৃটিশ বাংলাদেশের সম্পর্ক ইতিহাস স্বীকৃত ও গভীর।

মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এ সম্পর্ক এখন assistance based relation থেকে Strategic partnership এ রুপ নিয়েছে। বাংলাদেশের Social Safety Network এক অনন্য মডেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *