নিজস্ব প্রতিনিধি : বুধবার ২ আগস্ট, মুন্সীগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে মুন্সীগঞ্জ জেলায় যোগদান করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
একনজরে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান : জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান মাদারীপুর জেলার সদর থানার ছিলারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশের ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন।তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান বিভাগ হতে এম এস এস ও বি এস এস (অনার্স) করেন। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান তার চাকুরী জীবনে অতিরিক্ত পুলিশ সুপার (উঃ) এর কার্যালয় টাঙ্গাইল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এন্ড ইন্টেলিজেন্স উইং) গোপালগঞ্জ, এন্টি টেররিজম ইউনিট (হেডকোয়ার্টাস মিডিয়া এন্ড অ্যাওয়ানেস) এ অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ পুলিশকে উন্নত ও আধুনিক পুলিশের পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে “”কাঙ্ক্ষিত জনবান্ধন মুন্সীগঞ্জ”” গড়তে নবাগত পুলিশ সুপার জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিক বৃন্দের সকলের সহযোগিতা কামনা করেন।
মোহাম্মদ আসলাম খান বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম এর এর স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পুলিশ সুপার পিবিআই পুলিশ হেডকোয়ার্টারে বদলি হয়েছে।