বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ১,০০,০০০  পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটককৃত ২ জন মাদক পাচারকারী।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের  অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস।

তিনি জানান,  বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে বিজিবি কর্তৃ পরিচালিত অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান,  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল বুধবার ২ আগস্ট,  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ  ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিত্বে দমদমিয়া বিওপি’র ০২টি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

আনুমানিক রাত ১০ টা ৪০ মিনিটের সময়  পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল ০২ জন ব্যক্তিকে সাঁতার দিয়ে নাফ নদী সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের উত্তর মাথায় আসতে দেখে। কিছুক্ষণ পর উক্ত ব্যক্তিদেরকে দ্বীপে উঠতে দেখা মাত্রই বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় টহলদল তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে একরাম মোল্লা (২২), পিতা-মৃত আলম, মাতা-হামিদা খাতুন, ২৭ নম্বর জাদিমুরা এফডিএমএন ক্যাম্প, ব্লক নং বি/৫, এবং মোঃ ইউনুস (২০), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মাহমুদা খাতুন, গ্রাম-দমদমিয়া, ৯নং ওয়ার্ড, পোস্ট- হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার নামক ০২ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদের বহনকৃত দু’টি পোটলার ভেতর হতে ১,০০,০০০  (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস, আজকের দেশ ডটকম কে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন বরাবরই চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদক, আগ্নেয়াস্ত্র সহ সরকার ঘোষিত  আমদানি নিষিদ্ধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *