ভারতের মণিপুরে আবারো থানা লুট!

Uncategorized অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক

 

নিউজ ডেস্ক  :  বেশ কয়েকদিন নীরব থাকার পর আবার উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর। রাজ্যের একটি থানা ভেঙে বিভিন্ন অস্ত্রসহ ১৯ হাজারেরও বেশি বুলেট লুট করেছে অঞ্চলটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মেইতেই জনগোষ্ঠী। বিষ্ণুপুর জেলার নারানসিনায় অবস্থিত সেকেন্ড ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদর দপ্তরে লুটপাটের এ ঘটনা ঘটে। একই দিন বিষ্ণপুরেরই বিতর্কিত একটি সীমানায় ফের সংঘর্ষে জড়ায় কুকি ও মেইতেইরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৫ জন।


বিজ্ঞাপন

লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ক্যালিবারের ১৯ হাজার রাউন্ডেরও বেশি গুলি, একটি একে সিরিজের অ্যাসল্ট রাইফেল, তিনটি ‘ঘাতক’ রাইফেল, ১৯৫টি সেলফ-লোডিং রাইফেল, পাঁচটি এমপি-৫ বন্দুক, ১৬টি ৯ মিমি. পিস্তল। এছাড়া রয়েছে ২৫টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২১টি কারবাইন, ১২টি হ্যান্ড গ্র্যান্ড।


বিজ্ঞাপন

প্রায় ৩০টি গাড়িতে করে এবং পায়ে হেঁটে ৫০০ জনেরও বেশী মেয়তেই সম্প্রদায়ের জনতা থানায় হামলা করে এই অস্ত্রাগার লুট করেছে। (তথ্য সূত্র ও ছবি  : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *