সিঙ্গাপুরে এস আলম গ্রুপের অর্থ পাচার :  অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

হাইকোর্টের ফাইল ফটো।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  :  সিঙ্গাপুরে এস সালাম গ্রুপের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।


বিজ্ঞাপন

সিঙ্গাপুরে এস আলম গ্রুপের ১শ কোটি ডলার অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এদিন সকালে প্রকাশিত সংবাদটি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

অনুসন্ধান করে আগামী দুই মাসের মধ্যে বিএফ আইইউ দুদক ও সিআইডিকে  অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত প্রতিবেদন সূত্রে মানিলন্ডারিং রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চাইছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *