খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালকের সাথে কথা বলছেন দুদক এনফোর্সমেন্ট টিমের সদস্যরা।
মামুন মোল্লা (খুলনা) : খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারীর বিরুদ্ধে নতুন পাসপোর্ট করতে আসা গ্রাহক এবং পাসপোর্টের বিভিন্ন ভুল -ত্রুটি সংশোধন করতে আসা সেবা গ্রহীতাকে ঘুস না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।
এ অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করে ও আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলে ।
পরিদর্শন কালে দুদক এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও আনসার সদস্যদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং পরবর্তীতে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এর সাথে অভিযোগের বিষয়ে কথা বলে।
বিভাগীয় পাসপোর্ট অফিস, খুলনার পরিচালক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে দুদক এনফোর্সমেন্ট টিমকে জানান।