নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর জেলার পাংশা উপজেলায় সেতু নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে, আর এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে নির্মাণাধীন সেতুটি নিজই। কারণ সেতুটি নির্মাণ কাজ শেষ করার পূর্বেই সে ভেঙ্গে পড়েছে। সেতুটি নিজ থেকে ধসে পড়ে দুর্নীতি’র অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।
এ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।দুদক এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা কালে ফরিদপুর পাংশা উপজেলা এলজিইডি’র উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্রিজটি পরিদর্শন করে এবং উপজেলা প্রকৌশলী,ঠিকাদার ও স্থানীয়দের বক্তব্য শ্রবণ করে ব্রীজটি ধসে পড়ার প্রাথমিক সত্যতা পায়।
ব্রিজের পাটাতনের নিচে বাঁশ,কাঠের খুঁটি ও তক্তা ব্যবহার করায় ঢালাইয়ের সময় ব্রীজটির সেন্টারিং রডসহ ধসে পড়ে বলে দুদক এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়।
দুদক এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর ঠিকাদারকে বিল পরিশোধে সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।