কেএমপি’র মাদক বিরোধী অভিযান : ইয়াবা ও গাজা সহ ৪ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন

 

মামুন মোল্লা (খুলনা) : খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজা এবং ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যাবসায়ী  গ্রেফতার হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইয়াবা ও গাজা সহ ৪ জন  মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে,   মোঃ আলম শেখ(৪৬), পিতা-মৃত: সামছু শেখ, সাং-খাঁন এ সবুর রোড জোড়াগেট, থানা-খুলনা, এ/পি সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা, মোঃ আলামিন হাওলাদার (২১), পিতা-মৃত: রাজন হাওলাদার, সাং-মহেশ্বরপাশা পশ্চিম পাড়া, থানা-দৌলতপুর, মোঃ রমজান শেখ (৩৫), পিতা-মৃত: আব্দুর রহমান, সাং-মুজগুন্নী রেল লাইন বস্তি, থানা-খালিশপুর এবং মোঃ নাজমুল শেখ (২৬), পিতা-মোঃ ফজল শেখ, সাং-মধ্যডাঙ্গা, থানা-দৌলতপুর, খুলনা।


বিজ্ঞাপন

উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের  কে খুলনা  মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময়ে উল্লেখিত  মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *