ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ডিএনসিসি মেয়রের সচেতনতামূলক প্রচারাভিযান

Uncategorized জাতীয় জীবন-যাপন ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন স্বাস্থ্য

ডেঙ্গু জ্বরকে জয় করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি’র মেয়র মো: আতিকুল ইসলাম এর প্রচেষ্টা।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসায় অগ্রাধিকার দিয়ে মশার লার্ভা ধ্বংসকারী বিটিআই প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

ডেঙ্গু জ্বরের বিষয় জনসচেতনতা সৃষ্টির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আওতাধীন স্কুলে স্কুলে মেয়রের প্রচারণা

 

বুধবার ৯ আগস্ট, সকালে মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানকালে এ কথা জানিয়েছেন।

ক্ষুদে কোমলমতি শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রকোপ এর বিষয়ে সচেতনতা তৈরিতে মেয়রের প্রচেষ্টা।

 

শুরুতে ডিএনসিসি মেয়র মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন। পরে তিনি মিরপুর সিদ্ধান্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝেও বইটি বিতরণ করেন। দুটি স্কুলের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *