নড়াইলে আনন্দ র‍্যালী ও শোভাযাত্রা’র মধ্যদিয়ে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস পালিত

Uncategorized অন্যান্য জাতীয়

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে আনন্দ র‍্যালী ও শোভাযাত্রা’র মধ্যদিয়ে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে। (৯ আগষ্ট) বুধবার বিকালে নড়াইল পৌর-সভার নড়াইল গ্রামের আদিবাসী সর্দার পাড়া থেকে আনন্দ র‍্যালী ও শোভাযাত্রা বের হয়ে নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভাসহ আদিবাসীদের নানা দাবি তুলে ধরেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে। এসময় আনন্দ র‍্যালী ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,পৌর-মেয়র আঞ্জুমান আরা,এ্যাডঃ নজরুল ইসলাম,৭ নং ওয়ার্ডের কমিশনার এহসান হাবীব (তোফান),আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির অশক কর্মকার,আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির সদস্য নদের চাঁদ মালী,পলাশ সর্দার,চিত্ত মালী,মিন্টু সর্দার,কাত্তিক সর্দার,অশিম কর্মকার,রমেশ সর্দার,শ্যামল সর্দার প্রমূখ। আনন্দ র‍্যালী ও শোভাযাত্রা শেষে আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির অশক কর্মকারের সভাপতিত্তে বক্তত্ব রাখেন,পৌর-মেয়র আঞ্জুমান আরা,এ্যাডঃ নজরুল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য নদের চাঁদ মালী,আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির অশক কর্মকার প্রমূখ। এসময়,নেতা’রা আদিবাসী সম্পদয়দের বিভিন্ন দাবি আদায়সহ আদিবাসী সম্প্রদায়ের স্বীকৃতির দাবি জানান। আদিবাসী সম্পদয়দের সকল পরিবারকে সরকারি বাসস্থানের ঘরসহ সরকারি সকল সুযোগ সুভিদার আওতায় আনতে সরকারের প্রতি আহব্বান জানান,আদিবাসী সম্পদয়। পৌর-মেয়র আঞ্জুমান আরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ বাশি শান্তিতে থাকে,শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে,এ স্মাট বাংলাদেশ ও উন্নয়নের রুপকার বাংলাদেশের মহানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা দেশ বাসি সুখে শান্তিতে বসবাব করতে পারবো বলেও জানান তিনি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *