বাগেরহাটের  বনবিভাগের অফিসে বাঘ :  ভিডিও করলেন বনরক্ষী

Uncategorized অন্যান্য খুলনা

নইন আবু নাঈম, বাগেরহাটঃ সুন্দরবনের অভ্যন্তরে বনবিভাগের অফিসের সামনে আবারও বাঘের দেখা মিলেছে। বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের মোস্তাক আহমেদ নামে এক বনরক্ষী।


বিজ্ঞাপন

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায় বাঘটি।
ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, সোমবার (০৭ আগস্ট) রাতে ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৮আগস্ট) সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে।
হঠাৎ করে বাঘটি দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করি।সেই সময় বাঘটি আমাদের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে।

এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি। এছাড়া বনে বাঘ বেড়েছে। মঙ্গলবার বাঘ দেখা গেলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর বিষয়টি জানা যায়।

এর আগে এ বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘকে ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশে ঘুরে বেড়াতে দেখেছিলেন বনরক্ষীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *