মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া পৌর-সভার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্নারের শুভ উদ্বোধন করেন,নড়াইল ০২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজ।
এমপি মাশরাফী বিদ্যালয় ক্যাম্পাসে পৌছলে শত শত কোমল মতি শিক্ষার্থী’রা তাদের প্রিয় ক্যাপ্টেন মাশরাফী ম্যাশকে স্বাগত জানায়। আজ (১৬ আগষ্ট) বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য সেবা বিভাগ,নড়াইল কর্তৃক আয়োজিত লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের হল রুমে নড়াইল -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী-লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা বঙ্গববন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থীত ছিলেন,নড়াইল জেলার সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম,লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ,ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোঃ আছিফ আকবার,এম টিআইপি প্রশান্ত কুমার ঘোষ,লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি বদরুল আলম টিটো,প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, নড়াইল জেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মুন্জুরুল করিম মুন,লোহাগড়া যুবলীগের সভাপতি, সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম,নড়াইল জেলা যুবলীগের সদস্য শামীম প্রমুখ। মাননীয় এমপি তার বক্তব্যে বলেন,নড়াইল জেলার ৩টি উপজেলায় ১২ টি বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হয়েছে। সপ্তাহে ১দিন ডাঃ এসে স্বাস্থ্য সেবা প্রদান করবে। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা সকলে ভালো শিক্ষা গ্রহণ করে,বাবা-মা ও নড়াইলের তথা বাংলাদেশের মুখ উজ্বল করবে বিশ্বের বুকে এটা আমি তোমাদের নিকট আশা করি বলেও এমপি মাশরাফী আহব্বান করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2023/08/Screenshot_২০২৩-০৮-১৬-২০-৩৯-৩৫-৯৪_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg)