বঙ্গবন্ধুর প্রতি যুক্তরাষ্ট্রের  দুই কংগ্রেসম্যানের শ্রদ্ধা নিবেদন 

Uncategorized জাতীয় ঢাকা রাজধানী রাজনীতি

 

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।


বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক তাদের চার দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেন। এ সময় দুই কংগ্রেস সদস্যদের সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন।

এ সফরকে চলমান হিসেবে উল্লেখ করে কংগ্রেসম্যান বলেন, বঙ্গবন্ধুর মতো এত তাড়াতাড়ি এমন একজন ব্যক্তিত্ব হারানো বাংলাদেশের জন্য সত্যিই একটি বড় ট্র্যাজেডি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন । এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *