নড়াইলে জমিজমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত একাধীক

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই গ্রুপের সংঘর্ষে রাধা পল্বব (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই নারীসহ ১১জন আহত হয়েছেন। বুধবার (১৬ আগষ্ট) দুপুরে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বিকাল ৪ টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাধা পল্বব নামে ওই ব্যক্তি মারা যান। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়’রা জানান,সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে ১ একর ২৬ শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাপল্বব বিশ্বাসের পরিবারের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট আজ বুধবার ছালাম শেখসহ তার লোকজন,পাট কাটাতে গেলে রাধা পল্বব ও তার ভাইসহ ভাতিজাদের নিয়ে বাঁধা দেয়। এ সময় সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের মোট ১১জন আহত হয়। পরে স্বজন ও স্থানীয়’রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে,এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এছাড়া ৩ জনের অবস্থা গুরুত্বর বলে জানায় চিকিৎসক। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো: ওবায়দুর রহমান জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *